ইমাম ইবনু আবিদ দুন্ইয়া (রহ.)

ইমাম ইবনু আবিদ দুন্ইয়া (রহ.)

ইমাম ইবনু আবিদ দুন্ইয়া (রহ.)

ইমাম ইবনু আবিদ দুনইয়া। পুরো নাম আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনি উবাইদ ইবনি সুফইয়ান ইবনি কাইস আল-কারশি। বাগদাদে ২০৮ হিজরিতে (খৃ.৮২৩)জন্ম গ্রহণ করেন। পিতা মুহাম্মাদ ইবনু উবাইদ ছিলেন খ্যাতিমান মুহাদ্দিস (হাদিসবিশারদ)। বেশ কয়েকজন আব্বাসী শাসককে ছোটবেলায় পড়িয়েছেন তিনি ;তাদের মধ্যে মু’তাদিদ ও তার ছেলে মুকতাফি বিল্লাহ’র নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ছিলেন অত্যন্ত বাকপটু; উপদেশ দেওয়ার সময় শ্রোতাদেরকে খুব সহজে হাসাতে ও কাঁদাতে পারতেন। তার শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন ইসহাক ইবনু রাহওয়াই, কাসিম ইবনু সাল্লাম,তাবাকাত-রচয়িতা ইবনু সাদ, বুখারি, আবূ দাঊদ ও আবূ হাতিম রাযি-রহিমাহুমুল্লাহ। ছাএদের মধ্যে ইবনু মাজাহ্, মুহাম্মাদ ইবনু খালাফ ওয়াকি, ইবনু আবী হাতিম,আবূ বাকর শাফিয়ি ও আবূ আলি ইবনু খুযাইমা’র নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

0

৳ 0