মীর বরকত

মীর বরকত

মীর বরকত ১৯৫৮ সালের ১লা জুলাই ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। আবৃত্তিশিল্পী, নির্দেশক ও প্রশিক্ষক এবং নাট্যনির্দেশক। প্রায় অর্ধশতাধিক আবৃত্তি ও শ্রæতিনাটক প্রযোজনা এবং চারটি মঞ্চনাটকের নির্দেশনা দেন। দেশে-বিদেশে বহু সংগঠন, প্রতিষ্ঠান, গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানে আবৃত্তি, নাটক ও উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। কণ্ঠশীলনের অধ্যক্ষ, কল্পরেখার সভাপতি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য। ইউনিসেফ থেকে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক, সোনালী ব্যাংক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ কর্তৃক গুণীজন সম্মাননা, রাসমোহন ভৌমিক স্মৃতি সম্মাননাসহ অসংখ্য পদক ও সম্মননা লাভ করেছেন। দেশ টিভির ধারাবাহিক গল্পানুষ্ঠান ‘কল্পলোকের গল্পকথা’র যৌথ নির্দেশক ছিলেন। ‘আবৃত্তির ক্লাস’ এবং ‘আবৃত্তির কথা ও কবিতা’ গ্রন্থ দুটি তার উল্লেখযোগ্য প্রকাশনা।