ওয়াহিদ রহমান

ওয়াহিদ রহমান

ওয়াহিদ রহমান

১৯৫৬ সালের ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামে ওয়াহিদ রহমানের জন্ম। কবিতা আর প্রবন্ধ লিখে তার সাহিত্যে প্রবেশ। সংগীতও রচনা করেছেন পাশাপাশি। সমাজ-জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সমাজকল্যাণের নানা পথে তিনি নিবেদিত থেকে মানবসেবার মহান ব্রতে নিজেকে আত্মনিয়োজিত করেছেন। বাংলার মানুষকে সঠিক ও যথার্থ ইতিহাসসচেতন করার মানসেই তার এ প্রয়াস। ১৯৯৮ সালে প্রকাশিত হয় তার গবেষণাধর্মী পুস্তক ’কাল পরিক্রমায় আমাদের শিক্ষাব্যবস্থা’। ২০০১ সালে প্রকাশিত হয় প্রবন্ধগ্রন্থ ‘শব্দ সমুদ্রে’। আশির দশকের কবি ওয়াহিদ রহমানের এ পর্যন্ত নয়টি কাব্যগ্রন্থ বের হয়েছে। এছাড়াও তিনি রহস্যময় জীবন ও জগতের নানা বিষয় নিয়ে তার দর্শনচিন্তাসম্ভূত মূল্যবান রচনাও রয়েছে।

কবি ওয়াহিদ রহমান দেশ ও বিদেশের বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। বিশেষ করে আশির দশকের কবি সংগঠন (বাংলাদেশ ও পশ্চিম বাংলায়) ‘অনিরুদ্ধ আশি’র তিনি একজন সক্রিয় সদস্য। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বাঙালির সাহিত্য সংগঠন ‘তিন বাংলা’রও তিনি সক্রিয় সদস্য। বিভিন্ন সময় তিনি সাহিত্য-সাময়িকী, ইতিহাস-ঐতিহ্যভিত্তিক নানা স্মারক-স্মরণিকা প্রকাশ ও সম্পাদনা করেছেন। সম্মাননা ও পুরস্কার পেয়েছেন বিভিন্ন সংগঠন থেকে।
 

ওয়াহিদ রহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1
View
Sort
0

৳ 0