ড. ইসমাইল আল ফারুকীর জন্ম প্যালেস্টাইনে। তিনি ফিলাডেলফিয়ার 'টেম্পল ইউনিভার্সিটি'র ইসলাম বিভাগের অধ্যাপক। তিনি পড়াশোনা করেন বৈরুতের 'আমেরিকান ইউনিভার্সিটি'তে। তাছাড়া তিনি পাঠগ্রহণ করেন ইন্ডিয়ান ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তিনি ইসলামের উপর ডক্টরেট-পরবর্তী কাজ সম্পাদন করেন কায়রোর আজহার বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও 'রকফেলার ফাউন্ডেশন ফেলো হিসেবে তিনি মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন খ্রিস্টধর্ম ও ইহুদিবাদের উপর।
৳ 0