আতিয়া আদিবা

আতিয়া আদিবা

আতিয়া আদিবা । জন্ম ৭ আগস্ট, টাঙ্গাইল সদর জেলায়। তার মা অনন্যা শারমিন একজন রবীন্দ্রসংগীত শিল্পী ছিলেন এবং বাবা রফিকুল | ইসলাম সিদ্দিকী ছিলেন ফুটবল খেলায় দক্ষ। ছোট ভাই তুরাব ও বোন তানিবাকে নিয়ে স্বপরিবারে তার শৈশব কেটেছে মফস্বল শহরে। বর্তমানে তিনি। ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আইন বিভাগে। পড়াশোনা করছেন।

স্কুলের গন্ডি পেরোতে না পেরোতেই লেখালেখির প্রতি ঝুঁকে পড়েন নবীন এই লেখিকা। তার মায়ের টুকটাক লেখালেখি করার অভ্যাস ছিল। কোনো সন্দেহ নেই, লেখিকার এই গুণ মায়ের কাছ থেকে পাওয়া। নিজের লেখা ফেসবুকে প্রকাশ করে অর্জন করেছেন দারুণ পাঠকপ্রিয়তা।

পাঠকদের ভালোবাসা তার লেখা গল্পগুলো প্রস্ফূটনে করেছে সহযোগিতা। আজ তিনি স্বপ্ন দেখেন | একজন ভালো লেখিকা হওয়ার।

অবসরে তার সময় কাটে বই পড়ে অথবা গল্প লিখে। এর ব্যতিক্রমও দেখা যায়। সুযোগ বুঝে গিটার শেখার কাজটা সেড়ে ফেলেছিলেন। তাই মাঝে মাঝে এক মগ কফি হাতে গিটারে সুর তুলে তিনি গান করেন।

আতিয়া আদিবা এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon