শহিদ হোসেন খোকন

শহিদ হোসেন খোকন

জন্ম ১৯৬৮ সালের ৬ জানুয়ারি, বাংলাদেশের এক মধ্যবিত্ত পরিবারে। স্বপ্ন আর সঙ্গতির সংঘাতে বেড়ে ওঠা। ১৯৯৪ সাল থেকে সিঙ্গাপুরে বসবাস। শিল্প-সাহিত্যের প্রতি আজন্ম অনুরাগ। দেশের বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন প্লাটফর্মে নিয়মিত লিখছেন—কখনাে। গল্প, কখনাে ভ্রমণকাহিনি। পছন্দ : বইপড়া, আড্ডা, ভ্রমণ এবং গান । অপছন্দ : মৌলবাদ আর কানে খাটো মানুষ। প্রকাশিত গ্রন্থ— সন্ধ্যার মেঘমালাপ (অন্যপ্রকাশ), পথে যেতে ডেকেছিলে (অন্যপ্রকাশ), পরানে বাজে বাঁশি (অন্যপ্রকাশ), আকাশের আড়ালে আকাশ। (অন্যপ্রকাশ), পুতুলের সংসার (অন্যপ্রকাশ), পথে যেতে ডেকেছিলে (অন্যপ্রকাশ), ওল্ড ফুলস ক্লাব (অবসর প্রকাশনী), দ্যা সানবার্ড (পাঞ্জেরি প্রকাশনী)।

শহিদ হোসেন খোকন এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon