মোহাম্মদ হোসেন

মোহাম্মদ হোসেন

মোহাম্মদ হোসেন জন্ম ১৯৬৪ সালের ১০ নভেম্বর। সুনামগঞ্জে। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,সরকারি চট্রগ্রাম কমার্স কলেজ থেকে এইচএসসি ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।বর্তমানে যুক্তরাজ্যে কর্মরত। মোহাম্মদ হোসেন প্রচলিত বিষয়কে নিজস্ব আধুনিক দৃষ্টি ও ভাষা দিয়ে সাজিয়ে, পাঠককে দিতে চান গভীর অনুভব ও বিস্তৃতি। ভাষার অভিনব উৎকর্ষতায়, মানুষকে স্রস্টার চোখে দেখে, কোন চরিত্র সম্পর্কে ভালমন্দ একচ্ছত্র দাগ না ফেলে, মননশীল পাঠককে দিতে চান বিস্ময়ের গভীরতা আর অন্তহীন অনুভবে ডুব দিয়ে, মানুষকে পাঠ করেন নিভৃতে, মেলে দেন অজস্র ডালপালা, জীবনের গুপ্ত সব অনুসন্ধানে এবং এভাবে, এভাবেই । প্রকাশিত গ্রন্থ- মায়ের গোপন ডায়রি,বিউটিফুল, রিজিয়া উদ্দিনের বসত, যেখানে এসে ট্রেন থামে,লোকটির চোখে কুয়াশা ছিল,নগ্ন, জোছনার কয়েদিরা, মা, পরবাস, রোদেলা, অতঃপর প্রভু বললেন, মিতার সাথে একরাত,ছিঁড়ে যাওয়া বাখরপাতার গল্প, লাঙ্গল টু লন্ডন। দরিদ্র মানুষের জন্য সুদ ও ফিমুক্ত ঋণ প্রতিষ্ঠান ‘যা নিবা তা দিবা’ এর প্রতিষ্ঠাতাও তিনি।

মোহাম্মদ হোসেন এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon