আল-ইমরান

আল-ইমরান

আল-ইমরান

আল-ইমরান জন্ম ১০ ফেব্রুয়ারি তদানীন্তন ঢাকা জেলার মিরপুর থানার হরিরামপুর ইউনিয়নের ঘউর গ্রামে। বর্তমানে তুরাগ থানার ১০ নং সেক্টরের অন্তর্ভূক্ত। তিনি মঞ্চ নাটক, টিভি নাটকের অভিনয়, উচ্চারণের ট্রেনিংসহ চলচ্চিত্র নির্মাণ, স্ক্রীপ্ট রাইটিং ও চলচ্চিত্র পরিচালনার উপরে দেশী ও বিদেশী প্রশিক্ষকের সনদপ্রাপ্ত হন। শিক্ষাগত যোগ্যতা বলতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাষ্টার্স সমাপ্ত করেন। সেই সুবাদে সাহিত্য রচনাকে তিনি তার ভাগ্যের সোনার কাঠি ও রূপার কাঠি হিসেবে নিয়েছেন। আপাতত ছবি আঁকার প্রতিষ্ঠান গড়তে পিারলে তার বড় একটি স্বপ্ন পূরণ হয়। পেশাগত জীবনে একজন চিত্রশিল্পী।

আল-ইমরান এর বই সমূহ

Showing 1 to 2 of 2
View
Sort
0

৳ 0