শাহানা পারভীন লাভলী

শাহানা পারভীন লাভলী

১৯৬৫ সালের ৩ নভেম্বর ঢাকার তেজগাঁ পলিটেকনিক স্টাফ কোয়াটারে জন্ম। পিতা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন, মা অধ্যাপক মোহসেনা খাতুন। ময়মনসিংহ আদর্শ বালিকা বিদ্যায়তন থেকে ম্যাট্রিক, মিরপুর আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে এইচএসসি, ইডেন কলেজ থেকে বিএসসি, সালে জগন্নাথ বিশ্ববিদ্যা- লয় থেকে এমএসসি, ঢাকা টিসার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি নেন। অধ্যাপনা করছেন দীর্ঘ ২৬ বছর ধরে। ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজে ভূগোল বিষয়ের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। লেখালেখির সাথে আছেন আড়াই দশকেরও বেশি সময় ধরে। ১৯৯৬ সালে এই লেখকের 'ছোটদের নির্বাচিত গল্প' প্রকাশিত হয়। তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধে নারী, মুক্তিযুদ্ধে শহিদ নারী, মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ও অবদান, মুক্তিযুদ্ধে বিদেশি নারী, বাংলার স্বাধীনতা আন্দোলনে নারী, হাজার বছরের শ্রেষ্ঠ ১০০ বাঙালি নারী, বাংলাসাহিত্যের ১০০ নারী, বাংলাস- াহিত্যের ১০০ মুসলিম নারী, মুক্তিযুদ্ধে শহিদ স্কুল শিক্ষক, মুক্তিযুদ্ধে শহিদ কলেজ শিক্ষক, মুক্তিযুদ্ধে শহিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বঙ্গবন্ধুর জীবনে নারীসহ শিশুতোষ এবং শিক্ষা বিষয়ক আরও অনেক বই লিখেছেন।

শাহানা পারভীন লাভলী এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon