ফাহমিদা ফারুক

ফাহমিদা ফারুক

ফার্মাসি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করা ফাহমিদা ফারুকের জন্ম ২৮ এপ্রিল, চট্টগ্রামে। বর্তমানে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পিতা মোহাম্মদ ওমর ফারুক ছিলেন পিএইচপি গ্রুপ অভ ইন্ড্রাস্টির একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সেই সুবাদেই পরিবার সমেত চট্টগ্রামে থেকেছেন প্রায় দেড় যুগেরও বেশি সময়। বর্তমানে তিনি ঢাকার একজন স্থায়ী বাসিন্দা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন, সবকিছুতেই পারদর্শী হবার। একটি একটি করে সেই স্বপ্ন বাস্তবায়িত করে চলেছেন প্রতিনিয়ত। শিক্ষাজীবনে স্কাউট, বিজ্ঞানমেলায় অংশগ্রহণসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় এই পর্যন্ত অর্জন করেছেন প্রায় ত্রিশটিরও বেশি পুরষ্কার। স্কুল জীবনে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনের জন্য পেয়েছিলেন বৃত্তিসহ উপহার হিসেবে গল্পের বই। সেই গল্পের বই দিয়ে প্রথম শুরু তার সাহিত্যপ্রীতি। প্রথম লেখা উপন্যাস 'স্বপ্নের অনুবাদ' হলেও প্রথম প্রকাশিত বই 'মন খারাপের রং সাদা' প্রকাশ পায় ২০১৬ সালে। প্রথম বই বেস্ট সেলারের তালিকায় আসার পর থেকেই লেখালেখিতে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল দ্বিগুণ। সেই বিশ্বাস থেকেই ফার্মাসিস্ট হয়েও নিজেকে লেখক দাবি করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
তার অন্যান্য বইসমূহ:
বিবমিষা (ক্রাইম থ্রিলার)-অবসর
অ্যান্টিডোট (মেডিকেল থ্রিলার)-নালন্দা
মায়াবী মুখোশ (রোমান্টিক ফিকশান)-সময়
মৃত্যু(ফিকশান)-সময়
মন খারাপের রং সাদা(ফিকশান)

ফাহমিদা ফারুক এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon