বখতিয়ার মুজাহিদ সিয়াম

বখতিয়ার মুজাহিদ সিয়াম

বখতিয়ার মুজাহিদ সিয়াম

বখতিয়ার মুজাহিদ সিয়াম যুগের বিস্ময় ‘নজরুল’-এর মিতা হয়ে জন্মেছিলাম ২০০০ এর ২৫ মে। যার মায়াভরা কোলে দোল খেয়ে এতদূর এসেছি, তিনি জাহানারা আক্তার শিল্পী। আমার পরম মমতাময়ী মা। যার ছায়ায় এই রংচটা দুনিয়ার রং চিনেছি, তিনি বেলায়েত হোসেন রানা। আমার বটবৃক্ষের মতন বাবা। মখমলী হৃদয়ের মানুষ। বলার মত কোনো পরিচয় হয়ে ওঠেনি এখনো। নিজেকে প্রকাশ করতে তাই এত্ত সংকোচ! গুনগুন করতে, খুব ঘুরে বেড়াতে ভালো লাগে৷ জানতে, জানাতে, দুনিয়াটা ঘেঁটেঘুঁটে আবিষ্কার করতে ভালো লাগে। হাসনাহেনার ঘ্রাণ ভালোবাসি। হাসতে, হাসাতে ভালোবাসি। ভালোবাসি ধোঁয়া-ওঠা চায়ের কাপ, হরদম আড্ডাবাজি । ভালোবাসি সুর-তাল-লয়, মায়া-মুহাব্বাত, আন্তরিকতা-রিশতা আর প্রিয় মানুষের মুখ।

বখতিয়ার মুজাহিদ সিয়াম এর বই সমূহ

Showing 1 to 1 of 1
View
Sort
0

৳ 0