ইসরাত জাহান। ঢাকাতেই বসবাস। পৈত্রিক বাড়ি পাবনা জেলার ইশ্বরদী থানার পাকশীতে। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। কর্মজীবন শুরু করেছিলেন একজন উন্নয়নকর্মী হিসেবে। লেখালেখির শুরু ছোটবেলা থেকেই। লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক ও অন্যান্য মাধ্যমে। প্রকাশিত হয়েছে চারটি একক কাব্যগ্রন্থ (তোমার কাছেই ফেরা, আমার আছ তুমি, ভাঙা চশমায় ভাঙলো মন এবং নির্জনে)। 'নির্জনে' তাঁকে এনে দেয় আলাদা পরিচিতি। " মৃন্ময় জীবনের বিজন সন্ন্যাস" তাঁর পঞ্চম বই হলেও প্রথম গল্পগ্রন্থ। তিনি বিশ্বাস করেন, ভালোবাসার উল্টো দিকে ভালোবাসাই থাকে।
৳ 0