হারুন আল রাশিদ

হারুন আল রাশিদ

হারুন আল রশিদ (আকাশ) ডাক নাম আকাশ। পেশাগত জীবনে সবাই তাকে চেনে হারুন আল রশিদ নামে । রঙতুলি নিয়ে কারুকাজ করার চাকরি করেন বাংলাদেশ টেলিভিশনে। কীর্তিনাশা নদীবিধৌত শরিয়তপুরের বিনােদপুর গ্রামে ১৯৫২ সালে জন্ম। ১৯৬৪ সাল থেকে দৈনিক আজাদ, মুকুলের মহফিল, ফরিদপুরের গণমন, রাজশাহীবার্তা, দৈনিক দেশ ইত্যাদি পত্র-পত্রিকায় লেখালেখির অনুশীলন। দাদা ওয়াসীম উদ্দিন আহমদের উৎসাহে এ, আলী, এম, এনাম-উর-রশিদ ছদ্মনামে তাঁর কিছু লেখা প্রকাশিত হয়েছে। ১৯৬৮ সালে চিকন্দী সরাফ আলী উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা ও ১৯৭১ সালে পূর্ব মাদারীপুর মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকের সিঁড়ি পেরিয়ে ১৯৭৭-এ চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে সুকুমার শিল্পে বি.এফ.এ. ডিগ্রি লাভ করেন। ১৯৭৫-এ উক্ত মহাবিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে আয়ােজিত চিত্র প্রদর্শনীতে ভাস্কর্যে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তি।

হারুন আল রাশিদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon