মাহফুজা অনন্যা

মাহফুজা অনন্যা

মাহফুজা অনন্যা: ছােটবেলা থেকেই তার স্বপ্ন সত্যিকারের মানুষ হওয়া। আর মানুষ হওয়ার পথের অন্তরায়গুলােকে পুঁজি করে নিভৃতে লিখে চলেন কবিতা। তার কবিতায় ন্যাকামাে নেই আছে বাস্তবতার ছোঁয়া। এছাড়াও প্রকৃতি, প্রেম, বিরহ, দেশ, কাল, সমসাময়িক বিষয় নিয়ে তিনি কবিতা লিখেন। সমসাময়িক বিষয়গুলাে নিয়ে তিনি ভাবতে বেশি পছন্দ করেন, তার কবিতা পড়লে তা স্পষ্ট বােঝা যায়। যখন অন্যান্য খ্যাতিমান কবিরা দেশের সংকটে নাকে তেল দিয়ে ঘুমান কিংবা পদকের লােভে ঘুমের ভাণ ধরে গরম কাথার নিচে ছন্দময় গতিতে পা দোলান তখন তরুণ কবি মাহফুজা অনন্যা নানারকম অসংগতিকে তুলে ধরছেন তার কবিতায়। কবিতা লেখার পাশাপাশি দেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে নির্দ্বিধায় কলম চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় তার কবিতা ও কলাম প্রকাশিত হয়। ব্যক্তিগত সুখ, স্বাচ্ছন্দ্যর চেয়ে সমাজ, দেশ, দেশের মানুষকে নিয়ে বেশি ভাবেন তিনি। একবিংশ শতাব্দীর পৃথিবীতে মানবতার এ এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর কবি মাহফুজা অনন্যার জন্ম। সময়ের সাহসী কবি কুষ্টিয়া জেলার মধুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মােঃ সাদ আহমেদ বিশিষ্ট কাঠ ব্যবসায়ী। মা তাহমিনা আহমেদ, কবিতাপ্রেমী এবং সুগৃহিণী। তিন ভাইবােনের মধ্যে তিনিই বড়। বােন লাভসিতুল লাকি ও ভাই মেহফুজ আনানের অনুপ্রেরণায় লেখালেখি করেন। পেশা শিক্ষকতা (ম্যাথ ইনস্ট্রাক্টর), ঢাকায় বসবাস। বাংলাদেশ ব্যাংক হাইস্কুলের সিনিয়র শিক্ষক। (গণিত) মােঃ ফারুক হােসেন তার জীবনসঙ্গী। বড় ছেলে মাধুর্য (১২) ও ছােট ছেলে সৌরাজ্য (৩)।। তার প্রকাশিত আরও দুটি কাব্য- ‘সােনালি অসুখ। এবং কামার্ত নগরের কামিজ।

মাহফুজা অনন্যা এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon