তাসনিয়া আহমেদ

তাসনিয়া আহমেদ

পেশায় চিকিৎসক, নেশায় লেখক। এমবিবিএস পাস করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে। মেডিকেল কলেজে < পড়ার সময়ই লেখালেখি শুরু করেন অনলাইনে। লেখক হিসেবে প্রথম আত্মপ্রকাশ ২০১৭সালের বইমেলায় একটি গল্প সংকলনে গল্প প্রকাশের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ-বয়স যখন ষোলোই সঠিক। এরপরে একে একে প্রকাশ পায় গল্পগ্রন্থ-শহরের উষ্ণতম দিনে ২০২০ সালে, প্রথম উপন্যাস দুইশো তেরোর গল্প ২০২১ সালে এবং গল্পগ্রন্থ নিছক গল্প নয় বইমেলা ২০২২ এ। চিকিৎসক হিসেবে মানুষের সেবা করাই এখন তাঁর একমাত্র উদ্দেশ্য নয়; পাশাপাশি লিখে যেতে চান-ভালোবাসার গল্প, মানুষের গল্প আর বেঁচে থাকার গল্প। প্রিয়তমা শব্দের তর্জমা লেখকের চতুর্থ গল্পগ্রন্থ ও পঞ্চম প্রকাশিত গ্রন্থ।

তাসনিয়া আহমেদ এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon