কাজী নাঈম

কাজী নাঈম

কাজী নাঈম বাংলাদেশের স্বনামধন্য ম্যানেজম্যান্ট কন্সালটিং প্রতিষ্ঠান কোর ফ্যাসিলিটশন এর কর্ণধার| উদ্যোগতা প্রশিক্ষন, আত্নোন্নয়নমূলক কর্মশালা, আচরণগত পরির্তনের পরিকল্পনা এবং মনস্তাত্নিক প্রশিক্ষনের মাধ্যমে তিনি মানুষের আত্নোন্নয়নের জন্য কাজ করে থাকেন| কাজী নাঈমের অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে কোর ট্যালেন্টস (হেডহান্টিং) এবং কোর সার্চ (ফ্রেশ গ্রাজুয়েট ট্রেনিং এবং জব প্লেসমেন্ট) উল্লেখযোগ্য| এছাড়াও তরুণদের ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে তিনি সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন| দৈনিক পত্রিকা ও বিজনেস ম্যাগাজিনে প্রকাশিত কাজী নাঈমের বাংলা এবং ইংরেজী গবেষণামূলক লেখাগুলো পাঠক সমাদ্রীত এবং সর্বজনবিদিত

কাজী নাঈম এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon