এহ্‌সানুল ইসলাম

এহ্‌সানুল ইসলাম

এহ্‌সানুল ইসলাম’র জন্ম ও শৈশব ময়মনসিংহে।
চট্টগ্রামে ফৌজদারহাট ক্যাডেট কলেজে অধ্যয়নরত অবস্থাতেই প্রোগ্রামিংয়ের ভূত চেপে বসে লেখকের মাথায়। কলেজ-জীবন শেষে ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান দেশের বাইরে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকেই নানাবিধ গবেষণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। স্বপ্ন দেখেছিলেন যেন মায়ের ভাষা বাংলাতেও প্রোগ্রামিংকে সবার কাছে সহজ করে তুলে ধরতে পারেন। লেখালেখির সূত্রপাত ঘটে ঠিক তখনই। ব্লগিংয়ের পাশাপাশি প্রোগ্রামিং নিয়ে দুইটি ই-বুকও লিখে ফেলেন তিনি। সহজ ভাষায় অ্যালগরিদম বইটি লেখকের অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ প্রকাশিত প্রথম বই।
আত্মতৃপ্তি এবং কাজের স্বার্থেই করেছেন ওয়েব ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, সমসাময়িক কন্টেন্ট মেকিং থেকে শুরু করে মার্কেট এনালাইজিং এবং গ্রাফিক্স ডিজাইনিং-সহ নানাবিধ কাজ।

এহ্‌সানুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon