কিযী তাহ্‌নিন

কিযী তাহ্‌নিন

কিযী তাহ্‌নিন এর জন্ম ১৩ জানুয়ারি, ঢাকায়। কিযী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম বিভাগ পেয়ে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনিবিলিটি বিষয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পেশায় তিনি একজন উন্নয়নকর্মী। বাংলাদেশের সংস্কৃতি এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির প্রচার-প্রসারে কাজ করে যাচ্ছেন নিরলস। তাঁর লেখা গল্পগুলো তাঁর জীবনকে দেখবার আতশকাচ। তিনি লেখেন জীবনের জটিল ভাঁজগুলোকে সরল করে দেখবার নেশায়। কিযী তানিনের আলোচিত গল্পগ্রন্থ ইচ্ছের মানচিত্র (২০১৯), আছে এবং নাই (২০২০), বুধ গ্রহে চাঁদ উঠেছে (২০২১) ও দেড় নম্বরি (২০২২)। দেশের ও দেশের বাইরে তাঁর লেখা গল্প অনূদিত হচ্ছে। ইংরেজি ভাষায়। তিনি বুধ গ্রহে চাঁদ উঠেছে গল্পগ্রন্থের জন্য 'ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০২১'-এ ভূষিত হয়েছেন।

কিযী তাহ্‌নিন এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon