ডা. কামরুল হাসান খান

ডা. কামরুল হাসান খান

ডা. কামরুল হাসান খান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলের অধ্যাপক ডা. কামরুল হাসান খান ১৯৫৫ সালের ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। প্যাথলজির বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ এবং বিএসএমএমইউতে (আইপিজিএমআর) শিক্ষকতা করেন। মুক্তিযোদ্ধা ডা. কামরুল দেশের পেশাজীবী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বিএমএ, স্বাচিপ, পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃত্বে আছেন। তিনি শান্তিতে নোবেল বিজয়ী সংগঠন IPPNW (১৯৮৫) এবং ICAN (২০১৭)-এর দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি সমাজসেবামূলক সংগঠন সন্ধানীর একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ছিলেন। তিনি দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ প্রায় ৪০টি দেশে আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করে সক্রিয় ভূমিকা রাখেন। তাঁর প্রায় ২৫টি প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকের কলামিস্ট এবং টকশোয় নিয়মিত অংশগ্রহণ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশের স্বাস্থ্যব্যবস্থা, মেডিকেল শিক্ষার উন্নয়ন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

করোনার এ দুর্যোগের সময়ও তিনি মানুষকে সচেতন করার লক্ষ্যে জাতীয় পত্রিকায় ও করোনা সম্পর্কিত নানা টকশোয় অংশ নিয়ে নিজেকে একজন ‘করোনাযোদ্ধা’রূপে পরিচয় দিয়েছেন।

ডা. কামরুল হাসান খান এর বই সমূহ

Showing 1 to 1 of 1
View
Sort
0

৳ 0