সুবল কুমার বণিক

সুবল কুমার বণিক

লেখক ও কবি সুবলকুমার বণিক ১৯৫২ সালে টাঙ্গাইল জেলার নাগরপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সুবলকুমার বণিক ছিলেন শিশুকিশোর মাসিক সাতরং-এর নির্বাহী সম্পাদক। তাঁর লেখা ও চিন্তার জগৎ ছিল শিশুদের ঘিরেই। তাই শিশুদের জন্যই লিখেছেন সাদামেঘ কালোমেঘ, নিঝুমবনের সাদাহাতি, টিনের সেপাই, জাদুর তুলি, চাঁদের জামা প্রভৃতি বই। অনূদিত গল্পের বই ভিনদেশি গল্প।
বাংলা ভাষা, বানান, প্রয়োগরীতি এবং শুদ্ধ্যশুদ্ধিই ছিল তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দু। সেই আগ্রহ থেকেই ছড়ায় ছড়ায় শুদ্ধ ভাষা বইটি রচনা করেন। ২০১৯ সালের ৬ এপ্রিল তিনি পরলোক গমন করেন।

সুবল কুমার বণিক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon