- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরো দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
মজিদ মাহমুদ
মজিদ মাহমুদ কবি-জীবনের শুরুতে ‘মাহফুজামঙ্গল’ (১৯৮৯) কাব্যগ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যে আসন করে নিয়েছেন। সময়ের প্রেক্ষাপটে এটি এখন মিথ। প্রবন্ধ-গবেষণার ক্ষেত্রেও তাঁর স্বাতন্ত্র্য দৃষ্টিভঙ্গির স্বাক্ষর রয়েছে। তাঁর কবিতা ও প্রবন্ধের ভাষায় সহজ-সাবলীলতার আড়ালেও লুকিয়ে থাকে সমাজে বিদ্যমান গল্পের উপাদান। সমাজ, রাজনীতি, ধর্ম দর্শনের সংশ্লেষে গঠিত জটিল মানব প্রকৃতি এক অনন্য চিন্তাশীলতায় তিনি প্রকাশ করেন। গল্প দিয়ে তাঁর শুরু, ১৯৮৬ সালে ‘মাকড়সা ও রজনীগন্ধা’ প্রকাশের প্রায় তিরিশ বছর পরে তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সম্পর্ক’ প্রকাশিত হয়। দৈনিক পত্রিকার ঈদসংখ্যায় বিভিন্ন সময় প্রকাশিত হলেও ‘মেমোরিয়াল ক্লাব’ (২০২০) তাঁর প্রথম উপন্যাস। নজরুল জীবনভিত্তিক ধারাবাহিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ পাঠকমহলে ব্যাপকভাবে প্রশংসিত। অনুবাদকর্মেও তাঁর আগ্রহ রয়েছে, কবিতা ছাড়াও তিনি বেশ কিছু গল্প-উপন্যাস অনুবাদ করেছেন। এযাবৎ তাঁর গ্রন্থসংখ্যা ৫০।
তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘মাহফুজামঙ্গল’, ‘বল-উপাখ্যান, ‘আপেল কাহিনি’ ‘সিংহ ও গর্দভের কবিতা’ ‘ষটকগুচ্ছ’, ‘সাহিত্যচিন্তা ও বিকল্প ভাবনা’, ‘ক্ষণচিন্তা’, ‘সাহিত্যে মহামারি ও অন্যান্য প্রসঙ্গ’ ইত্যাদি। তিনি ১৯৬৬ সালে পাবনা জেলার চর গড়গড়ি গ্রামে কেরামত আলী বিশ্বাস ও সানোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। মজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখি ছাড়াও সাংবাদিকতা, শিক্ষকতা ও সমাজসেবার সঙ্গে তিনি জড়িত।
মজিদ মাহমুদ এর বই সমূহ
Showing 1 to 3 of 3