ড. মো. আনোয়ারুল ইসলাম

ড. মো. আনোয়ারুল ইসলাম

প্রফেসর ড. মাে. আনােয়ারুল ইসলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সােনাতলা গ্রামে ১৯৬৯ সালের জানুয়ারি মাসে অনুগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে স্নাতক সম্মান, স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে এম ফিল ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে ভারত সরকারের লারশিপ নিয়ে দার্জিলিংয়ের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ঔপনিবেশিক শাসনামলের শিক্ষার ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি ঢাকা মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ক্যাপস্টোন কোর্স সমাপ্ত করেছেন। ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষক হিসেবে যােগ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংঙ্গে যুক্ত থেকে পর্যায়ক্রমে বিভাগের সভাপতি, হলের প্রভােস্ট এবং গুরুত্বপূর্ণ দপ্তরের প্রশাসক পদে কাজ করেছেন। ২০১৬-২০২০ সাল পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাে-ভাইস চ্যান্সেলর পদে নিয়ােজিত ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলাের মধ্যে বাংলার সংবাদপত্রের ইতিহাস (২০০৯), সংবাদপত্র ও বাংলাদেশের অভ্যুদয় (২০১৩), আমাদের বঙ্গবন্ধু (২০১৮), পাবনায় বঙ্গবন্ধু (২০২০), বঙ্গবন্ধু ও বাংলাদেশ-জাপান সম্পর্ক (২০১১) উল্লেখযােগ্য।

ড. মো. আনোয়ারুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon