ফরহাদ হোসেন মাসুম

ফরহাদ হোসেন মাসুম

ফরহাদ হোসেন মাসুম, ইউনিভার্সিটি অব আরকানসা এট মন্টিসেলো থেকে মাস্টার্স করে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে পিএইচডি করছেন। ভোকাবুলারি নিয়ে তার লেখা ‘ভোকাবিল্ডার’ বইটি (www.vocabuilder.rocks) জিআরই ছাত্রছাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়। বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সম্ভাবনা প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন ২০১০ সাল থেকে। তারই ধারাবাহিকতায় তিনি এবং সালমান বিন হোসাইন ২০১১ সালে নেক্সটপ-ইউএসএ (www.nextopusa.com) প্রতিষ্ঠা করেন। পড়াশোনার পাশাপাশি তিনি বাংলা ভাষাভাষীদের মধ্যে বিজ্ঞান ও অনুবাদ জনপ্রিয় করার জন্য কাজ করে থাকেন, এবং সেই উদ্দেশ্যে ২০১৫ সালে বিজ্ঞানযাত্রা (www.bigganjatra.org) এবং অনুবাদকদের আড্ডা (www.onubadokderadda.com) প্রতিষ্ঠা করেন। লেখকের ব্যক্তিগত ওয়েবসাইট লিংক, www.farhadmasum.com.

ফরহাদ হোসেন মাসুম এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon