সালমান হক

সালমান হক

সালমান হকের জন্ম ঢাকায়। শহরের চৌহদ্দি পেরিয়ে বাইরে কোথাও খুব একটা যাওয়া হয়নি। বইয়ের সাগরে ডুব দেয়া সে কারণেই। কল্পনার ড্রাগনের পিঠে চেপে যদি এক আধটু ঘুরে দেখে আসা যায় বিশ্বটা! পড়তে পড়তে এক সময় ছাপার অক্ষরে নিজের নাম দেখার সুপ্ত বাসনাটা দানা বাঁধতে শুরু করে। সালমান ভালোবাসেন রহস্যোপন্যাস, ফ্যান্টাসি, জাদুবাস্তববাদ। নিক পিরোগের‘ ‘থ্রি এএম’ সিরিজ অনুবাদের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। সেই ধারাবাহিকতায় অনূদিত বইয়ের সংখ্যা বর্তমানে ত্রিশোর্ধ। সম্পাদনা করেছেন ‘অতীন্দ্রিয় গল্প’ সংকলন। ‘নিখোঁজকাব্য’ ও ‘তিন ডাহুক’ তার মৌলিক রহস্যোপন্যাস। পেশাগত জীবনে সালমান হক একজন অণুজীববিদ।

সালমান হক এর বই সমূহ

Showing 1 to 31 of 31

View

Sort icon


Previous1Next