সালাহ উদ্দিন শুভ্র

সালাহ উদ্দিন শুভ্র

আশির দশকে নোনাভূমি ফেনীতে জন্ম সালাহ উদ্দিন শুভ্র’র। শিক্ষাজীবন শেষ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন। সালাহ উদ্দিন শুভ্র তার চতুর্থ উপন্যাস উপহার দিলেন পাঠককে। তার উপন্যাস প্রচলিত বৃদ্ধিবৃত্তি, নৈতিকতা, মূল্যবোধকে প্রশ্ন করে। নতুন দিগন্ত হাজির করে পাঠকের সামনে। উপন্যাসের টান টান কাহিনি আর চরিত্র একেবারেই বর্তমানের। মানুষ বাস্তব জীবনে যা বলতে পারে না, তা তারা বলে বেড়ান সালাহ উদ্দিন শুভ্র’র উপন্যাসে। পাঠককে আচ্ছন্ন করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এ লেখকের।

সালাহ উদ্দিন শুভ্র এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon