বিক্রম শেঠ

বিক্রম শেঠ

বিক্রম শেঠ জন্মগ্রহণ করেন ভারতের কলকাতা শহরে, ১৯৫২ সালে। লেখাপড়া করেন কর্পাস ক্রিস্টি কলেজ, অক্সফোর্ড, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও নানজিং ইউনিভার্সিটিতে। তিনি ব্যাপক ভ্রমণ করেন ব্রিটেন, ইউনাইটেড স্টেটস, ভারত ও চীনে । এসব দেশে বসবাসও করেন প্রচুর সময়। এখন থাকেন ব্রিটেনে। তার প্রথম উপন্যাস দ্য গােল্ডেন গেট (১৯৮৬) ক্যালিফোর্নিয়ার পটভূমিকায় লেখা । তবে এপিকধর্মী ভারতীয় জীবন নিয়ে রচিত এ সুইটেবল বয় (১৯৯৩) তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস। অ্যান ইকোয়াল মিউজিক (১৯৯৯) তার সর্বশেষ উপন্যাস। বিক্রম শেঠ মূলত কবি। তার প্রথম কবিতার বই ম্যাপিংস (১৯৮০)।

বিক্রম শেঠ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon