রেদওয়ানুর রহমান

রেদওয়ানুর রহমান

রেদওয়ানুর রহমান জুয়েল জন্ম খ্রিষ্টসালের প্রথম মাসের প্রথম দিন। মানিকগঞ্জের তেওতা গ্রামে। পড়ালেখা রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস। এক সময় বাংলাদেশের মূলধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কাজ করেছেন গ্রুপ থিয়েটারে-সাথে চালিয়ে গেছেন প্রগতিশীল ছাত্র-রাজনীতি। মূলত বামপন্থি ছাত্র-রাজনীতির প্রতি প্রবল আকর্ষণের কারণই এই গ্ৰন্থ। ভালোলাগার সময় : আমার ফেলে আসা গ্রামখানি। ভালো লাগে ঘণ্টার পর ঘণ্টা ‘জোড়াসাকোর ঠাকুরবাড়িতে বসে থাকতে। আরও ভালো লাগে দেশ-বিদেশে ঘুরতে। ভ্রমণ করেছেন- ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি দেশ।

রেদওয়ানুর রহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon