রেদওয়ানুর রহমান জুয়েল জন্ম খ্রিষ্টসালের প্রথম মাসের প্রথম দিন। মানিকগঞ্জের তেওতা গ্রামে। পড়ালেখা রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস। এক সময় বাংলাদেশের মূলধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কাজ করেছেন গ্রুপ থিয়েটারে-সাথে চালিয়ে গেছেন প্রগতিশীল ছাত্র-রাজনীতি। মূলত বামপন্থি ছাত্র-রাজনীতির প্রতি প্রবল আকর্ষণের কারণই এই গ্ৰন্থ। ভালোলাগার সময় : আমার ফেলে আসা গ্রামখানি। ভালো লাগে ঘণ্টার পর ঘণ্টা ‘জোড়াসাকোর ঠাকুরবাড়িতে বসে থাকতে। আরও ভালো লাগে দেশ-বিদেশে ঘুরতে। ভ্রমণ করেছেন- ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি দেশ।
৳ 0