হারুন-অর-রশীদ

হারুন-অর-রশীদ

সনদীয় জন্ম ১৯৮৩ খ্রিস্টাব্দের ১০ আগস্ট। কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার গোবরিয়া নামে এক নিভৃত পল্লীতে জন্ম তাঁর। পিতা মৃত আসাদুল্লাহ এবং মা সুফিয়া খাতুন। পিতা-মাতার ইচ্ছে ছিল, ছেলে বড় হয়ে পিতার মতোই শিক্ষক হবে। জাতির মেরুদন্ড মজবুতকরণে রাখবে অসামান্য অবদান। ছেলের ইচ্ছে, সান্তিয়াগোর মতো রাখাল বালক হয়ে সবুজ ছায়াঘেরা নিভৃত পল্লীর বুকে চষে বেড়াবে অবিরাম। সবশেষে কোনোটাই হয়নি। স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে পেশাগত জীবনে তিনি এখন সফল ব্যাংকার। চাকরি করছেন দেশের একমাত্র নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে। লেখালিখির অভ্যস স্কুল জীবন থেকেই। দেয়ালিকায় রম্য ছড়া লেখার মাধ্যমেই মূলত লেখার রাজ্যে পদার্পণ। লিখছেন স্থানীয় ও জাতীয় পত্রিকায়। লেখালিখির সম্মাননা স্বরূপ পেয়েছেন প্রধানমন্ত্রী কর্তৃক গোল্ড মেডেল। দুই বাংলার সর্ববৃহৎ বইয়ের গ্রুপ 'বইপোকাদের আড্ডাখানায়' আছেন অ্যাডমিন হিসেবে।

হারুন-অর-রশীদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon