শাইখ টিম হাম্বল

শাইখ টিম হাম্বল

মুহাম্মদ টিম হাম্বল নিউক্যাসলে থাকেন এবং 2011 সালে মদিনার ইসলামিক ইউনিভার্সিটির হাদিস এবং ইসলামিক স্টাডিজের বিখ্যাত ফ্যাকাল্টি থেকে স্নাতক হয়েছেন। উস্তাদ টিম হাম্বল একজন ব্রিটিশ যিনি ইসলাম গ্রহণ করেছেন, যিনি হাদিসের ছয়টি বিখ্যাত বইয়ে ইজাজা করেছেন।
তিনি রুকিয়ার ক্ষেত্রেও অভিজ্ঞ, কুরআনের সাহায্যে নিরাময়ের ইসলামী পদ্ধতি, কালো জাদু এবং দুষ্ট চোখের চিকিৎসায় বিশেষজ্ঞ। তিনি 14 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং বর্তমানে আইডিসি নর্থ ইস্ট নামে একটি দাওয়াহ সংগঠনের সাথে জড়িত যা নিউক্যাসল এবং এর আশেপাশে অবস্থিত। 

শাইখ টিম হাম্বল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon