হোসনে আরা শাহেদ

হোসনে আরা শাহেদ

হােসনে আরা শাহেদ। শিক্ষাবিদ, সাহিত্যিক, কলাম লেখক প্রতিষ্ঠাতা _ অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় (অবসর প্রাপ্ত)। লেখা তাঁর সব ধরনের- প্রবন্ধ, গল্প, রম্যকথকতা, | চরিত্র-চিত্রন, রূপান্তর, সম্পাদনা, শিশুতােষ, পাঠ্যপুস্তক সব মিলিয়ে এ যাবত প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৭৬। বাংলা একাডেমী থেকে ১৯৮৫ সালে প্রকাশিত তাঁর ‘শাড়ি' গ্রন্থটি পাক ভারত উপমহাদেশে শাড়ির ওপর প্রথম গবেষণা গ্রন্থ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট প্রয়াত ইয়াসির আরাফাতের ওপর ২০০৫ সালে। তার লেখা প্রকাশিত বইটিও এদেশে আরাফাতের ওপর প্রথম স্বাধীনতার পর পুরাে সত্তর ও আশির দশক জুড়ে অধুনালপ্ত দৈনিক বাংলায় তার পথের পাঁচালি’ কলামের জন্য বিপুল জনপ্রিয়তা অর্জন। বাংলা একাডেমি, এশিয়াটিক সােসাইটি, বিজ্ঞান সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ ইতিহাস পরিষদ, একুশে চেতনা পরিষদসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জীবন সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য (১৯৯১-৯৩ এবং ১৯৮৩-৮৫) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য (১৯৮৩-৯৫)। গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবাের্ডের সদস্য (২০০০ সাল থেকে) বর্তমানে নিমগ্ন পাঠে ও লেখায়। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর, গােপালগঞ্জ শ্বশুরালয়, বসবাস ঢাকায়।

হোসনে আরা শাহেদ এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon