জান্নাতুল বাকেয়া কেকা

জান্নাতুল বাকেয়া কেকা

জান্নাতুল বাকেয়া কেকা পেশায় সাংবাদিক। মা মিসেস ফরিদা ইসলাম রত্নগর্ভা পদকে ভূষিত। বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম, যখন যেখানে পোস্টিং সে শহর প্রিয় সন্তানকে ঘুরে দেখাতেন। শৈশবের ঘোরাঘুরি কেকাকে লেখালেখিতে উদ্বুদ্ধ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। ২০০২ সালে ঢাকায় সাংবাদিকতার শুরু। ২০০৪ সালে 'চ্যানেল আই'তে টেলিভিশন সাংবাদিকতায় সম্পৃক্ততা। এক্সক্লুসিভ রিপোর্টের জন্য পেয়েছেন জাতিসংঘের 'ইউএনএফপিএ' ও ইউনিসেফ 'মীনা মিডিয়া এ্যাওয়ার্ড'-এর প্রথম পুরস্কার। উষ্ণায়ন নিয়ে সরকার-ইউএনডিপির যৌথ পুরস্কার এবং ৭১-এর বীরাঙ্গনা নারীদের নিয়ে 'ডিআরইউ'র বেস্ট মিডিয়া অ্যাওয়ার্ড অন্যতম। সাহিত্যচর্চায় ডিআরইউ লেখক সম্মাননা, বামিহাল সাহিত্য পুরস্কার, বাঙাল সাহিত্য পুরস্কার, ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্য পত্রিকা উন্মেষের রুয়েলিয়া সাহা স্মৃতি পুরস্কার অন্যতম। সাংবাদিকতার কাজে সুইজারল্যান্ড, ফান্স, জার্মানি, ইতালি, ভিয়েনা, যুক্তরাষ্ট্র, কানাডার ভ্যাঙ্কুভার, থাইল্যান্ড, নেপাল, ভুটান, মালেয়েশিয়া ভ্রমণ করেন।

জান্নাতুল বাকেয়া কেকা এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon