আনিকা নাওয়ার

আনিকা নাওয়ার

আনিকা নাওয়ার। তার জন্ম ঢাকায় এবং বেড়ে ওঠা গাজীপুরে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ালেখা করছেন। তার বাবা-মা উভয়ই বাংলা সাহিত্যের শিক্ষার্থী ছিলেন আর তাদের দেখে তার বই পড়ার প্রতি ঝোঁক বাড়ে। সেই বই পড়া থেকেই ধীরে ধীরে তার লেখালেখির প্রতি আগ্রহ জন্মায়। লেখালেখি ও বই পড়া তার অন্যতম শখ। এছাড়াও, অবসর সময়ে তিনি ছবি তুলতে ভালোবাসেন। তিনি ভবিষ্যতে লেখালেখির পাশাপাশি সমাজে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করার মাধ্যমে আরও এগিয়ে যেতে চান।

আনিকা নাওয়ার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon