অসীমা দত্ত

অসীমা দত্ত

অসীমা দত্ত জন্ম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল চন্দ্র দত্ত। মা প্রয়াত সাবিত্রী দত্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত ছিলেন। পড়ার নেশা ছিল ছোটোবেলা থেকেই, সেই নেশা থেকেই জন্ম নেয় এক সুপ্ত ইচ্ছার- লেখালেখির। ক্রাভেন ম্যানর তার দ্বিতীয় অনুবাদ গ্রন্থ। অবসরে গান শুনতে ভালোবাসেন তিনি। ব্যক্তিজীবনে বিবাহিতা এ লেখিকা এক সন্তানের জননী। তার একমাত্র পুত্র- শিবাজী। অসীমা দত্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি খাদ্য অধিদপ্তরে কর্মরত আছেন।

অসীমা দত্ত এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon