জুয়েল মাজহার

জুয়েল মাজহার

জন্ম ১৯৬২ সালে; নেত্রকোণা। মার্কসবাদী। কোনো অলৌকিকে বা পরলোকে বিশ্বাস নেই। ঘৃণা করেন পৃথিবীকে খণ্ড-ক্ষুদ্র করে রাখা সীমান্ত নামের অমানবিক ‘খাটালের বেড়া’। লেখেন মূলত কবিতা, বিচিত্র বিষয়ে প্রচুর অনুবাদও করেন। বর্তমান পেশা সাংবাদিকতা। কৈশোরে বাড়ি ছেড়ে নিরুদ্দেশযাত্রা। দীর্ঘ ভবঘুরে জীবন। পেটের দায়ে নানা কাজ। যৌবনের একটা বড় অংশ কেটেছে পাহাড়ে। সেভাবে বাড়ি ফেরা হয় নি আর। প্রকাশিত বই : কবিতা— দর্জিঘরে একরাত [আগামী, ঢাকা, ২০০৩ মেগাস্থিনিসের হাসি [বাঙলায়ন, ঢাকা, ২০০৯ দিওয়ানা জিকির [শুদ্ধস্বর, ঢাকা, ২০১৩ রাত্রি ও বাঘিনী [বাতিঘর, ২০২০ নির্বাচিত কবিতা [বেহুলা বাংলা, ঢাকা, ২০১৯ অনুবাদ— কবিতার ট্রান্সট্রোমার (নোবেল সাহিত্যপুরস্কারজয়ী সুইডিশ কবি টোমাস ট্রান্সট্রোমারের বাছাই করা কবিতার অনুবাদ সংকলন) [শুদ্ধস্বর, ২০১২ দূরের হাওয়া (বাংলা অনুবাদে ২০০ বিশ্বকবিতা)

জুয়েল মাজহার এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon