ইবনে ইসহাক

ইবনে ইসহাক

ইবনে ইসহাক পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাক বিন ইয়াসার। জন্ম ৭০৪ খ্রিষ্টাব্দে, মদিনায়। যৌবন কাটে সেখানেই। মিসর ভ্রমণের সময় এক হাদিসবেত্তা দলের কাছ থেকে কিছু হাদিস সংগ্রহ করেন। তাঁর জীবনের সাধনা ছিল মহানবীর (সা.) জীবনী এবং তাঁর জীবৎকালে ইসলাম ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় ঘটনার তথ্য সংগ্রহ ও সংকলন। সেই সাধনার ফসল এই বই। ইতিহাস রচনায় তাঁর দীক্ষা ছিল পারিবারিক। ইতিহাসের কাহিনি পরিবেশনা ছিল তাঁদের কয়েক প্রজন্মের পারিবারিক পেশা। জীবিত থাকতেই ইতিহাস রচনায় তাঁর সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। সিরাতে রাসুলুল্লাহ (সা.) তাঁর পাণ্ডিত্য ও ইতিহাসচর্চার শ্রেষ্ঠতম কীর্তি। ইবনে ইসহাকের জীবনের শেষ সময় কাটে বাগদাদে। মৃত্যুও বাগদাদে, ৭৬১ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দের মধ্যে।

ইবনে ইসহাক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon