তাওহীদুল ইসলাম। জন্ম ও বেড়ে উঠা বগুড়ায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। গানের প্রতি ঝোঁক ছোটোবেলা থেকেই। সাত সকালের ভোরের পাখি (২০০৩) এবং প্রশান্তি (২০১৪) শিরোনামে দুটি একক অ্যালবাম রিলিজ হয়েছে। সাম্যের গান, ফুলপাখিদের গান, গোলাম মোহাম্মাদ গীতিসমগ্র নামে তিনটি গানের বই সম্পাদনা করেছেন। হাজার গানে হৃদয়ের স্বরলিপি তার চতুর্থ সংগীত সংকলন। প্রতিষ্ঠা করেছেন ILLIN Records নামে গানের প্রযোজনা প্রতিষ্ঠান।
৳ 0