মোস্তফা আরিফ

মোস্তফা আরিফ

মােস্তফা আরিফ ১৯৭২ সালের ৬ অক্টোবর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা পেশায় যােগ দেন ১৯৯৯ সালে। দৈনিক অর্থনীতি পত্রিকায় সাব এডিটর হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০০২ থেকে ২০০৪ এপ্রিল পর্যন্ত নিউজ টু ডে, ২০০৪ সালের মে থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক নয়া দিগন্ত, ২০১৩-তে দি নিউ এজ, ২০১৪-তে দি ডেইলি অবজারভারে কাজ করেন। প্রথম বই অনুবাদ করেন মাইকেল এইচ হার্টের ‘দি হান্ড্রেড'। এছাড়া জ্যাকুলিন সুসানের ‘লাভ মেশিন’, মারিও পুজোর ‘দি ডার্ক এরিনা, টাইম ম্যাগাজিন অবলম্বনে ‘এশিয়াকে গড়ল যারা’, ‘বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ শত মনীষী’, পল ক্রিসবাসজেকের ‘জরাথুস্ট্রের সন্ধানে', লুইস সলােমনের ‘দি গ্রেট আনসলভড ক্রাইমস', বিজয় প্রকাশের ‘মেমরি পাওয়ার', আর্থার গােল্ডেনের ‘মেমরিজ অব এ গিসা', এ.জি.ডি ম্যারনের ‘মাফিয়া’, জে, ডােনাল্ড ওয়াল্টার্সের ‘হাউ টু এনরিচ ইওর ম্যারেজ অ্যান্ড ইওর লাইফ, উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসনের মাইন্ড পাওয়ার: দি সিক্রেট অব মেন্টাল ম্যাজিক, অ্যালেন লেকেনের হাউ টু গেট কন্ট্রোল অব ইওর টাইম অ্যান্ড ইওর লাইফ এবং মেরিলিন পাপানাের ফরবিডেন স্ট্রেঞ্জার তার উল্লেখযােগ্য অনুবাদ গ্রন্থ।

মোস্তফা আরিফ এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon