আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা শাহীন আখতারের জন্ম কুমিল্লা জেলার চান্দিনা থানার হারং গ্রামে। তিনি অর্থনীতিতে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তালাশ উপন্যাসের জন্য দক্ষিণ কোরিয়া থেকে পেয়েছেন 'এশিয়ান লিটারেরি অ্যাওয়ার্ড ২০২০। তালাশ প্রকাশের বছর 'প্রথম আলো বর্ষসেরা বই ১৪১০ পুরস্কারে ভূষিত হন। তিনি ময়ূর সিংহাসন উপন্যাসের জন্য পেয়েছেন বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার ও আইএফআইসি ব্যাংক পুরস্কার। অসুখী দিন উপন্যাসের জন্য ২০১৮-তে পান জেমকন সাহিত্য পুরস্কার। ২০১৫-তে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। শাহীন আখতারের সর্বশেষ উপন্যাস হোলি আর্টিজানের আত্মঘাতী হামলাকে উপজীব্য করে রচিত এক শ এক রাতের গল্প। ইংরেজিসহ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে তাঁর বেশ কিছু গল্প ও উপন্যাস। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সাহিত্য সংকলন সম্পাদনা করেছেন।
৳ 0