ফিলিপ শর্ট জন্ম: এপ্রিল ১৭, ১৯৪৫, ব্রিস্টল, যুক্তরাজ্য একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। তিনি ব্রিস্টলে জন্মগ্রহণ করেন। তিনি কেমব্রিজের কুইন্স কলেজে পড়াশোনা করেছেন। স্নাতকের পর, তিনি ১৯৬৭ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে, প্রথমে মালাউইতে, তারপর উগান্ডায় কাটিয়েছেন। এরপর বিবিসিতে বিদেশি সংবাদদাতা হিসেবে যোগ দেন। তিনি সেখানে ২৫ বছর কাজ করেন।
৳ 0