শিহাব উদ্দিন

শিহাব উদ্দিন

শিহাব উদ্দিন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিহাব উদ্দিন এর জন্ম ও বেড়ে ওঠা টাঙ্গাইল শহরে। প্রকৃতি, কবিতা, জীবনবোধ, আর আনন্দের খোঁজ করেন অবসরে। ছোটবেলা থেকেই বইয়ের নেশা তার। এই নেশা একসময় দেশের গণ্ডি পেরিয়ে তাকে নিয়ে যায় আন্তর্জাতিক পরিমণ্ডলে। তারপর একসময় মনে হয়, শুধু ভাষার পার্থক্যের কারণে মানুষ বিদেশি বইয়ের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। তাই নিজের অনুভূতি অন্যের মাঝে ছড়িয়ে দেয়ার আনন্দ পেতেই তার অনুবাদের জগতে আসা। তার প্রথম অনুবাদ বই হেমিন সুনিমের লেখা দি থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন।

0

৳ 0