শামীম হাসান

শামীম হাসান

শামীম হাসান ফেনী জেলার লেমুয়ার বাসিন্দা হলেও চট্টগ্রামে তাঁর জন্ম ও বেড়ে উঠা। ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজে তার মূল পড়াশোনা। পরে তিনি শিশু স্বাস্থে স্নাতকোত্তর ডিসিএইচ ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন্স (বিসিপিএস) থেকে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু স্বাস্থ্য বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। লেখালেখির সাথে সেই ছোটবেলা থেকেই জড়িত। পেশাভিত্তিক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশনা ছাড়াও বাংলায় স্বাস্থ্য বিষয়ে লেখেন নানা পত্রিকা ও প্রকাশনায়। পেশার পাশাপাশি কবিতা যাপনের রয়েছে তাঁর নিয়ত চেষ্টা। তাঁর রয়েছে পাখিদের নিয়ে এক বিশাল জগত। শখের ব্যাপ্তি ছড়াতে পাখিদের ছবি তুলতে ঘুরে বেড়ান গহীন অরণ্যে, জলে ও জঙ্গলে। পাখির ছবি নিয়ে তাঁর ইতিমধ্যেই চারটি প্রদর্শনী হয়েছে। প্রচারবিমুখ অন্তর্মুখী এই লেখকের কাব্যগ্রন্থ ঋতুমঙ্গল, ঘাসের দুঃখ জানে শুধু রোদ, ছাদ তার মেঘ হয়ে যায় ও মুনিয়ারা আসেনি এবার। মঙ্গলবারতা ছড়ানোই যেন তার নিয়ত প্রচেষ্টা। শিশুর সার্বিক মঙ্গলের জন্য শিশুস্বাস্থ্যের বিশদ তথ্য দিয়ে তিনি বের করেছেন শিশুমঙ্গল ও শিশু স্বাস্থ্যের আরো বারো যা সকলের কাছে বেশ গ্রহনীয় হয়েছে। একই উদ্দেশ্যে এবার তিনি বের করছেন শিশু স্বাস্থ্য বিষয়ক আরো দু'টি গ্রন্থ নবজাতকের যত্নআত্তি ও হ্যালো ডক্টর।

শামীম হাসান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon