আসাদুজ্জামান জীবন। জন্ম: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামে। শৈশব গ্রামে কাটলেও তার কৈশোর ও যৌবনের সমস্তটাই কেটেছে শহরে। গ্রাম ও শহরের অভিজ্ঞতার মিশেলে তিনি ক্রমেই তার লেখাতে টেনে এনেছেন মানুষের জীবনের নানান সংকটের গল্প। মানুষের জীবন নিয়ে চর্চাই তার লিখালিখির মূল উদ্দেশ্য। মানুষের যাপনের সমস্ত খুঁটিনাটি তার লেখাতে উঠে আসে খুবই গভীর এক বোধ নিয়ে।
৳ 0