ফয়সাল মোস্তফা

ফয়সাল মোস্তফা

ফয়সাল মোস্তফা

প্রধান নির্বাহী কর্মকর্তা, VISER X LIMITED কম্যুনিটি লিডার, Fiverr লেখকের মূল নাম মোস্তফা জামাল ইউসুফ, তবে তিনি ফয়সাল মোস্তফা নামেই বেশি পরিচিত। বর্তমানে তিনি VISER X LIMITED এর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন। ভাইজার এক্স বিশ্বব্যাপী সফলতার সাথে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেবা প্রদান করছে। এর পাশাপাশি তিনি ফাইভারের কম্যুনিটি লিডার হিসেবে কাজ করছেন বাংলাদেশে। ফয়সাল মোস্তফা বিএসসি ইন্জিনিয়ারিং (সিভিল) সম্পন্ন করেন বুয়েট (BUET) থেকে, এরপর এক্সিকিউটিভ এমবিএ (মার্কেটিং) সম্পন্ন করেন নর্থ-সাউথ ইউনিভার্সিটি (NSU) থেকে। তিনি নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। ফয়সাল মোস্তফার অনলাইন প্রফেশন শুরু হয় যখন তিনি বুয়েটের চতুর্থ বর্ষের ছাত্র। টার্ম ফাইনালের পর প্রায় ১ মাসের ছুটি। সেই ছুটিতেই অনলাইনে অর্থ উপার্জন নিয়ে কাজ শুরু করেন তিনি, পরিচয় হয় কানাডার এক প্রতিষ্ঠানের সাথে যারা ডিজিটাল মার্কেটিং-এর সার্ভিস প্রদানরে জন্য বিখ্যাত ছিল। সেই প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং-এর সেবা প্রদানের জন্য চুক্তিবদ্ধ হোন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সেবা প্রদানের জন্য দরকার দক্ষ জনবল, তাই প্রথমে ওডেস্ক (বর্তমানে আপওয়ার্ক) থেকে প্রোভাইডার নিয়োগ দেন তিনি। প্রথম দিকে ফিলিপাইনের কিছু প্রোভাইডার দিয়ে সাব কন্ট্রাক্টে কাজ করিয়ে নেন তিনি। এভাবে দেখা যেত কানাডার প্রতিষ্ঠান থেকে যা পেমেন্ট পেতেন তার বেশির ভাগ অংশ চলে যেত প্রোভাইডারদের পারিশ্রমিকে। তারপরও নিয়মিত কাজ পাওয়ার জন্য এবং ব্যবসাটাকে দাড়া করানোর জন্য তিনি লেগে থাকলেন আস্তে আস্তে কাজ পাওয়ার পরিমাণ বাড়তে থাকলো। ফয়সাল মোস্তফা কাজের ক্ষেত্রে সবসময়ই প্রফেশনালিজম বজায় রাখতেন, কাজের কোয়ালিটি এবং ডেডলাইনের দিকে মনযোগ রাখতেন। ফলে একসময় কানাডার সেই প্রতিষ্ঠান ফয়সালের উপর এতটাই নির্ভর হয়ে পরে যে তারা তাদের অন্য সব কন্ট্রাক্টর বিদায় করে দিয়ে শুধু ফয়সালের সাথেই কাজ করার চুক্তি করে। ফলে কাজের চাপ বেড়ে যায়। হিসাব করে দেখলেন, ফিলিপিনো প্রোভাইডারদের দিয়ে কাজ না করিয়ে যদি নিজেরাই করা যায় তবে ৯০ শতাংশের উপরে লাভ থাকে। সেই চিন্তা থেকেই দুইজন টিম মেম্বার নিয়ে নিলেন এবং ট্রেইন আপ করলেন। এবার সরাসরি নিজেরাই কাজ করা শুরু করলেন। যখন দেখলেন পুরোটাই নিজেরা করতে পারছেন, তখন আস্তে আস্তে ফিলিপিনো প্রোভাইডারদের কাজ দ

ফয়সাল মোস্তফা এর বই সমূহ

Showing 1 to 1 of 1
View
Sort
0

৳ 0