নুসরাত সুলতানা সেঁজুতি

নুসরাত সুলতানা সেঁজুতি

নুসরাত সুলতানা সেঁজুতি।
জন্ম: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০০১ খ্রিষ্টাব্দ।
বাবা-মায়ের কনিষ্ঠা কন্যা।
অনলাইন প্লাটফর্মে লেখালেখির মাধ্যমে তাঁর সাহিত্য জগতে আগমন ঘটে। প্রকাশিত প্রথম বই "প্রণয়াকাঙ্ক্ষার" পাঠকপ্রিয়তা পাবার সাহস থেকেই দ্বিতীয় বই 'অন্তঃবাসিনী'র সৃষ্টি হয়েছে। এছাড়া তাঁর তিনটি ইবুক রয়েছে, প্রতিটিই বেস্ট সেলারের শীর্ষে।
"অন্তঃবাসিনী" নিয়েও লেখিকা বেশ আশাবাদী।
তিনি বিশ্বাস রাখেন, এই বইটিও পাঠকদের মনে বিশেষ জায়গা কুড়োবে।

নুসরাত সুলতানা সেঁজুতি এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon