রাজ কামাল আহমেদ

রাজ কামাল আহমেদ

রাজ কামাল আহমেদ ডাকনাম মুন্না। জন্ম ২৮ ডিসেম্বর, সিরাজগঞ্জ। লেখালেখির অভ্যাস শৈশবকাল থেকেই। প্রাঞ্জল ও সাবলীল শব্দচয়নে তাঁর লেখা গল্পের গতিময় জমাট কাহিনী পাঠককে সহজেই আকৃষ্ট করে। তাঁর প্রতিটি লেখায় তিনি নির্মম অথচ বাস্তব বার্তা (Message) পাঠককে পৌঁছে দেবার চেষ্টা করেন এবং এটি তাঁর লেখার একটি স্বকীয় বৈশিষ্ট্য। সামাজিক মাধ্যমে লেখালেখি করে তিনি ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রিয় শখ বই পড়া, বাগান করা। তিন গোয়েন্দা, শার্লক হোমস, নন্টেফন্টে ছিল তাঁর কৈশোরের “ ফ্যান্টাসি। হুমায়ূন আহমেদ, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখের বই পড়তে তাঁর অসম্ভব ভালো লাগে। ঝুম বৃষ্টির ঝিমঝিম শব্দ শোনা আর অবারিত সবুজ দেখা তাঁর অবর্ণনীয় পছন্দের মুহূর্ত। তাঁর আজন্ম লালিত স্বপ্ন হচ্ছে স্বপ্নের চেয়েও বড় কিছু করা। মানবসেবার মহান ব্রত নিয়ে রাজ কামাল আহমেদ ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা থেকে অর্থোপেডিক্স সার্জারিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। “রাত্রির যাত্রী” তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।

রাজ কামাল আহমেদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon