ইয়াসুনারী কাওয়াবাতা

ইয়াসুনারী কাওয়াবাতা

১৯৬৮ সালে সাহিত্যে নােবেল বিজয়ী প্রথম জাপানী লেখক ইয়াসুনারি, কাওয়াবাতার জন্ম ১৮৯৯ সালে জাপানের ওসাকায়। তার প্রথম আর যখন প্রকাশিগল্প যখন প্রকাশিত হয় তখন তিনি হাইস্কুলের ১৯২৪ ছাত্র। ১৯২৪ সালে টোকিও ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯২৫ সালে প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ “দ্য ইজো ড্যান্সার”। অধিকাংশ উপন্যাসেই মানুষের জীবন এবং সৎ জীবন এবং সংস্কৃতিতে যৌনতার বিষয়টিকে তিনি শৈল্পিক দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। তার লেখনীতে জাপােলখনীতে জাপানের প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক ভাবধারার, বাস্তবতা এবং কল্পনার অদ্ভুত মিশেল লক্ষ্য করা যায়। ইংরেজি ভাষায় রূপান্তরিত তার উল্লেখযােগ্য গ্রন্থসমূহ হলাে: স্নো কান্ট্রি (১৯৫৬), থাউজ্যান্ড ক্রেনস ১৯৫৯), দ্য সাউন্ড অব দ্য মাউন্টেইন (১৯৭০), দ্য মাস্ট (১৯৭০), দ্য মাস্টার অব গাে (১৯৭২) বিউটি ভাড় স্যাডনেস অ্যান্ড স্যাডনেস (১৯৭৫)। ১৯৭২ সালে কাউয়াবাতা আত্মহ কাওয়াবাতা আত্মহত্যা করেন।

ইয়াসুনারী কাওয়াবাতা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon