শৈবাল তালুকদার

শৈবাল তালুকদার

জন্ম, বেড়ে ওঠা বাংলাদেশের চট্টগ্রামে। ছোটবেলায় জাতীয় দৈনিকগুলোর কিশোর পাতায় লিখে হাতেখড়ি। প্রবাস জীবনের শুরুর দিকে বেশ কবছর যতি পড়লেও, নিয়মিত কবিতা লিখছেন অনেক দিন। চলিষ্ণু মানব জীবনই তাঁর কবিতার বিষয়। এখন নির্মল আনন্দের জন্য লেখালিখি, দুই বাংলায় এবং প্রবাসেও বিভিন্ন লিটল ম্যাগ, এবং পত্র পত্রিকায় লিখছেন। চুয়েট এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে স্নাতক। উচ্চতর পড়াশোনা যুক্তরাষ্ট্রে কম্পিউটার সায়েন্সে এবং ফাইনান্স এ্যান্ড মার্কেটিং-এ। বর্তমানে সিলিকন ভ্যালির একটি বহুজাতিক টেকনোলজি প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে কর্মরত। যুক্তরাষ্ট্রের ইলিনয়ের গ্রেটার শিকাগোতে সপরিবারে বাস।

শৈবাল তালুকদার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon