সোহাইল রহমান

সোহাইল রহমান

রম্য লেখক হিসাবে পরিচিত। নিয়মিত লিখতেন জনপ্রিয় ফান সাপ্লিমেন্ট রস+আলোতে। পাশাপাশি এখন লেখেন নাটকের স্ক্রিপ্ট। ডিরেকশনে তাঁর প্রবল আগ্রহ। দারুণ রসবোধসম্পন্ন এই লেখক পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়। লেখকের একমাত্র পছন্দের কাজ হলো, কোনো কাজ না করা। খাওয়া, ঘুম, লেখালেখি ইত্যাদি প্রয়োজনীয় কাজ করতেও লেখকের ভালো লাগে না । আগামী বিশ্ব অলস প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করার ব্যাপারে আশাবাদী। লেখক হয়েও তিনি বৃষ্টি ও জোছনা একদমই পছন্দ করেন না।

সোহাইল রহমান এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon