ওসমান সজীব

ওসমান সজীব

ওসমান সজীব এর বেড়ে ওঠা ঢাকার জুরাইনে। জুরাইনে শৈশব-কৈশোর কেটেছে, যৌবনও কাটছে।২০১৫ তে বৈশাখী টিভি আয়োজিত ‘তোমার গল্পে সবার ঈদ’ ক্যাম্পেইনে সারা দেশ থেকে ১২৫০০ গল্প জমা পড়ে। প্রধান বিচারক ইমদাদুল হক মিলন, সেলিনা হোসেন, আনিসুল হক এর রায়ে তিনি শ্রেষ্ঠ গল্পকার নির্বাচিত হন। টিভিতে একাধিক নাটক প্রচারিত হয়েছে।তাহসান, অপূর্ব, মিথিলা অভিনীত তাঁর লেখা 'কথপোকথন' নাটকটি পাঠক ভোটে সেরা নাটক নির্বাচিত হয়। একই বছর তাহসান, অপূর্ব, মিথিলা অভিনীত তাঁর লেখা ‘ভালোবাসার পংক্তিমালা’ নাটকটি সারা দেশে অভূতপূর্ব সাড়া ফেলে।

ওসমান সজীব এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon